IQNA

ভিডিও | জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যের সুললিত কণ্ঠে দোয়া তাওয়াসসুল

18:05 - September 06, 2021
সংবাদ: 3470623
তেহরান (ইকনা): অন্যতম ফজিলতপূর্ণ দোয়াসমূহের মধ্যে দোয়া তাওয়াসসুল একটি দোয়া। এই দোয়ার কথা আল্লামা মাজলিসির লিখিত বিহারুল আনোয়ারগ্রন্থে উল্লেখ রয়েছে।

শিয়া মুসলমানেরা এই দোয়াটি সাধারণত শুক্রবার রাতে মসজিদ অথবা হুসাইনিয়ায় সমবেত হয়ে পাঠ করেন।

সম্প্রতি মালয়ভাষী এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ইন্দোনেশিয়ান এক সদস্যের সুললিত কণ্ঠে দোয়া তাওয়াস্সুল পাঠের একটি ভিডিও পোষ্ট করেছেন।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর এই সদস্য ইউনিফর্ম পরে অত্যন্ত মনোরম কণ্ঠে ১৪ মাসুমের (আ.) নাম উল্লেখিত ফজিলতপূর্ণ এই দোয়াটি পাঠ করেছেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। এর প্রথম মিশন ছিল ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ১৯৪৮ আরব-ইসরাইলি যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা। তারপর থেকে, জাতিসংঘের শান্তিরক্ষীরা বিশ্বব্যাপী প্রায় ৬৩টি মিশনে অংশগ্রহণ করেছে, ১৭টি আজও অব্যাহত রয়েছে। ১৯৮৮ সালে সংস্থাটি শান্তিতে নোবেল লাভ করে।  iqna

 

captcha